সহায়তা পেতে করণীয়…

১. প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রত্যেক বিতরণের পূর্বে আমাদের নিজস্ব অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন www.a@oheefund.com

২. অসহায় শিক্ষার্থীদের ক্ষেত্রে, যে সকল শিক্ষার্থীদের টাকার অভাবে লেখাপড়ায় বিঘ্ন ঘটে বিশেষ করে (ফরম ফিলাপ) এর টাকার জন্য পরীক্ষা দিতে সমস্যা হয় উক্ত শিক্ষার্থীরা যোগাযোগ অথবা ইমেইল করতে পারেন আমাদের সঙ্গে।

৩. বিধবা মহিলাদের ক্ষেত্রে, যদি কোন পরিবারে বিধবা মহিলা থাকে এবং কি তার পরিবার উপার্জন করতে অক্ষম তাহলেও যোগাযোগ করতে পারেন প্রত্যেক বিতরণের পূর্বে ওহী ফাউন্ডেশন এর সাথে।

অসহায় এবং দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই চেষ্টা…

বি. দ্র. উক্ত ফাউন্ডেশন এর বর্তমান টাকা অর্থাৎ জমাকৃত অবশিষ্ট টাকা শুধুমাত্র ফাউন্ডেশন এর সদস্যরা দেখতে পারবেন WhatsApp গ্রুপে।

OHEE FOUNDATION AUG-AQUTIA