মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওহী ফাউন্ডেশন এর এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ করে উঠতি বয়সী বাচ্চাদের মোবাইল গেম থেকে বিরত রাখার স্বার্থেই এই কার্যক্রম।
১.ক্রিকেট- ব্যাট, ব্যাটিং গ্লাভস,হেলমেট।
বলিং ও ফিল্ডিং: ক্রিকেট বল (লাল, সাদা বা গোলাপি), ফিল্ডিং গ্লাভস (উইকেটকিপারের জন্য)
অন্যান্য: স্টাম্প ও বেলস, ক্রিকেট পোশাক (জার্সি, ট্রাউজার)
২.ফুটবল-জার্সি,মোজা, এবং বল ।
৩.ব্যাডমিন্টন-র্যাকেট,শাটলকক (বার্ড)
নেট ও খুঁটি,জুতা ও জার্সি।
৪.প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য উপরোক্ত সরঞ্জাম গুলো থাকবে!
প্রযোজ্য-গয়হাটা ইউনিয়ন, আবেদনের জন্য ইমেইল oheefund@gmail.com